![]() |
| জীবনে সফল হতে গেলে শুধু অপেক্ষা করে থাকলেই হয় না |
জীবনে সফল হতে গেলে শুধু অপেক্ষা করে থাকলেই হয় না
নিজেকে প্রস্তুত করতে হয়, নিজের স্কিল বাড়াতে হয়, নিজের স্বপ্নের জন্য লড়তে হয়।
কেউ তোমাকে ঠেলে সামনে নিয়ে যাবে না,
কেউ তোমাকে ধরে রাখবেও না।
এখানে একটাই সত্য
তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, তোমার পরিশ্রমই তোমাকে দাঁড় করাবে তোমার জায়গায়।
সবাই সফল হতে চায়,
কিন্তু সবাই প্রস্তুত হয় না।
আজ সিদ্ধান্ত নাও
প্রতিদিন ১% করে উন্নতি করবে!
তাহলেই একদিন ১০০% পরিবর্তন দেখা যাবে।
নিজেকে ছোট করে দেখো না,
তোমার ভেতরেই সেই শক্তি আছে
যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে।
শুধু শুরু করো আজই, এখনই!
