আমার জানি ইউটিউব পার্টনার প্রোগ্রামে যেতে হলে, ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়,৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এর মানে হল,২ লক্ষ ৪০ হাজার মিনিট।
অর্থাৎ এটি আপনার ইউটিউব চ্যানেলে থাকতে হবে ২ লক্ষ ৪০ হাজার মিনিট দেখার সময়,এবং এটি ৩৬৫ দিনের মধ্যে তৈরি করতে হবে,৩৬৫ দিন হওয়ার পরে ৩৬৫ দিনের মধ্যে এপ্লাই করতে হবে ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য।
আমার কিভাবে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি,পাঁচটি ধাব এই ধাবগুলোন পূরণ করলি ৪টাই পূরণ হয়ে যাবে।
১-প্রথমে এসইও যুক্ত ভিডিও তৈরি করব
২-ক্রিক বেল থাম্বেল তৈরি করতে হবে
৩-এবং কোয়ালিটি পূর্ণ কনটেন্ট তৈরি করতে হবে
৪-tending topic-এ ভিডিও তৈরি করতে হবে
৫-এমন কণ্ঠন তৈরি করতে হবে যা মানুষকে সাহায্য করে এবং দেখতে ইচ্ছুক।
আশা করি আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রাম যোগদান করতে পারবেন,আপনাদের জন্য দোয়া করি,আশা করি রেগুলার ভিডিও ছেড়ে যাবেন,
মানুষ চিলি সব কিছু পারে,চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও পাঠার প্রোগ্রামে যোগদান করতে পারবেন আমার মত।
আমার ৪০০০ ওয়াচ টাইম কিভাবে পূরণ করতে পারি ২০২৪
0
October 27, 2024
লেখক :-সিয়াম হাসান
পাবলিশার:- সিয়াম হাসান নিউস লিমিটেড
Tags